আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে যেন আগুন ঝরানো এক ইনিংস খেললেন সাইফ হাসান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই ডানহাতি ব্যাটার।টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ, আর বোলাররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের শৃঙ্খল বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা করতে পারে মাত্র ১৪৩ রান।ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সাইফ হাসান। তার ব্যাটে ভর করে একের পর এক ছক্কা উড়তে থাকে গ্যালারিতে। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার, আর তাতেই সহজ জয় পায় বাংলাদেশ।ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে...