মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। তিনি শহরের বর্তমান পরিস্থিকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে বর্ণনা করেছেন। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ডেমোক্র্যাট-শাসিত শহরে বিক্ষোভকারীরা অভিবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা পরেই এই পদক্ষেপ নেওয়া হল। ট্রাম্পের অভিবাসন বিরোধী ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভে একজন ‘সশস্ত্র নারী মহিলা’ গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভকারীরা আইন প্রয়োগকারী সংস্থার যানবাহনে ‘হামলে পড়েছে’। রাজ্য ও স্থানীয় নেতারা কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের সেনা মোতায়েনের পরিকল্পনার সমালোচনা করে আসছেন এবং এটিকে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার বলেছেন, ট্রাম্প একটি সংকট তৈরির চেষ্টা করছেন। বিবিসির প্রতিবেদন অনুসারে, ওরেগনের পোর্টল্যান্ডের একজন সরকারি বিচারক প্রশাসনকে সেখানে সেনা মোতায়েনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করার পরও ট্রাম্পের এই ঘোষণাটি...