আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে উজ্জ্বল বাংলাদেশ। শারজাহতে তৃতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা। দলের এই সাফল্যে ভীষণ সন্তুষ্ট অধিনায়ক জাকের আলী অনিক, যিনি জয়ের কৃতিত্ব দিলেন দলের প্রতিটি সদস্যকে।টস জিতে স্বাভাবিক ধারায় বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেই সিদ্ধান্তকে সার্থক প্রমাণ করেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামরা। শুরু থেকেই চাপে রাখে টাইগার বোলাররা। আফগান ব্যাটাররা কোনও সময়েই বড় জুটি গড়তে পারেননি। ইনিংস শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৩ রান। সাইফউদ্দিন নেন ৩ উইকেট, সাকিব ও নাসুম পান ২টি করে উইকেট।লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তিনে নামা সাইফ হাসান খেলেন দুর্দান্ত ইনিংস। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ৭টি ছয় ও ২টি চারের মার। তার ব্যাটেই ৬ উইকেট...