সংসদ নির্বাচনের দিন গণভোটে আপত্তি নেই বিএনপি ও এনসিপির * ভোটের আগে না একই দিন, তা আলোচনার সুযোগ আছে-জামায়াত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোটের পক্ষে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হবে-এ ব্যাপারে বিএনপি, এনসিপিসহ অধিকাংশ রাজনৈতিক দল একমত। এক্ষেত্রে বিএনপিসহ সমমনা জোট তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে সংসদ নির্বাচনের আগে গণভোট চায়। কিন্তু সূত্র বলছে, নির্বাচনের দিনে গণভোট হলেও তারা আপত্তি করবে না। এছাড়া এর আগে সংবিধান বিশেষজ্ঞরাও নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছিলেন। সবমিলিয়ে গণভোটের ব্যাপারে কোনো দলের আপত্তি নেই। কিন্তু সেটি সংসদ নির্বাচনের দিন নাকি আগে, সেই সময়টা নিয়ে আরও আলোচনা হবে। বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত বৈঠকে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। সবকিছু ঠিক...