চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। দেড় মাস পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়ের আইনেই যুক্ত করা হয়নি ছাত্র সংসদ। এতে অনিশ্চয়তায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে প্রশাসন বলছে, ঘোষিত সময়েই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা যায়, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, অবস্থান কর্মসূচি এবং সর্বশেষ চলতি বছরের ১৭ আগস্টে আমরণ অনশন পর্যন্ত করেন বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী। পরে ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আশ্বাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলা অনশন ৫৯ ঘণ্টা পর বেরোবি উপাচার্য নিজ হাতে অনশনকারীদের ডাবের পানি খাইয়ে ভাঙান। এ সময়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী আগামী ৩০ অক্টোবরের...