যুদ্ধবিরতি ঘনিয়ে আসছে গাজায়। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসানে মিসরে শুরু হয়েছে হামাস-নেতানিয়াহু নতুন শান্তি-আলোচনা। বাংলাদেশ সময় রোববার দুপুর ১২টার দিকে (মিসরীয় সময় সকাল ৯টা) মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছে মার্কিন মধ্যস্থাতাকারী দল। কাতারের মধ্যস্থতাকারীসহ দোহা থেকে কায়রোতে পৌঁছেছে হামাসও। রোববার শুরু হওয়া দুদিনের এ অলোচনার প্রধান বিষয় হবে বন্দি ও জিম্মি মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত করা। এছাড়া যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ নির্ধারণে ‘আন্তঃফিলিস্তিনি সংলাপ’ও আয়োজন করবে মিসর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এই শান্তি-প্রস্তাব নিয়ে চলমান আলোচনার মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে বর্বর ইসরাইলি সেনারা। আলোচনা ফলপ্রসূ করতে গাজায় বোমা বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহবানও আমলে নিচ্ছে না ইসরাইল। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলের এই নৃশংস আগ্রাসন বন্ধে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপও। আলজাজিরা, সিএনএন, এএফপি। শান্তি আলোচনা ও বিশ্বজুড়ে এই বিক্ষোভের মধ্যেই...