জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। ব্যক্তির অপরাধের দায় নির্ণয়ের পাশাপাশি আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে প্রসিকিউশন এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। যদিও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনেও বিচারের সুযোগ রয়েছে। কিন্তু দলটিকে বিচারের মুখোমুখি করা হবে কিনা তা নিয়ে এতদিন সিদ্ধান্তহীনতা ছিল। সম্প্রতি প্রসিকিউশনের তরফ থেকে এ সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৩ ধারার উপধারা (২)-এর অধীন অপরাধ সংঘটন করেছে, আদেশ দিয়েছে-তাহলে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনকে শাস্তি দিতে পারবেন। আইনের এ ধারায় আওয়ামী লীগের বিচার করতে তদন্ত শুরু করতে চায় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসাবে বিচারের মুখোমুখি করতে তথ্যপ্রমাণ সংগ্রহ ও প্রাথমিক তদন্তের...