ইসরাইলে জলবায়ু আন্দোলনের প্রতীক সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছেন বেশ কয়েকজন বিদেশি কর্মী। বন্দিশিবিরে গ্রেটাকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া, জোর করে ইসরাইলি পতাকায় চুমু খাওয়ানো, এমনকি শরীরে ইসরাইলি পতাকা জড়িয়ে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। শনিবার ফ্লোটিলার ১৩৭ কর্মীকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ইস্তাম্বুলে ফেরত পাঠায় ইসরাইল। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডানসহ বিভিন্ন দেশের কর্মীরা ছিলেন। বিমানবন্দরে নেমেই ফ্লোটিলাকর্মীরা ইসরাইলের ভয়াবহ নির্যাতনের নানা অভিযোগ করেন। খবর এএফপি, আলজাজিরার। তুরস্কের সাংবাদিক এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজ চোখে দেখেছেন, থুনবার্গকে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) মাটিতে ফেলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং জোর করে ইসরাইলের পতাকায় চুমু...