রাজনীতি ঘিরে সংশয়, সন্দেহ, কখনো মতভেদ থেকে জোরালো মতবিরোধ। থেমে নেই কথার লড়াই। আন্দোলন-সংগ্রামে এক সময়ের সহযাত্রী-বন্ধু এখন প্রবল প্রতিপক্ষ। এর মধ্যে গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তি যখন অন্যতম প্রতিপক্ষ-তখন প্রতিদিন প্রতি মুহূর্তে আছড়ে পড়ে নানা শঙ্কার হাতছানি। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা খবর-বেখবরে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে নির্বাচন নিয়ে বিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়। যাদের রাজনৈতিক বিশ্লেষণ মানুষ আমলে নিতে চায় তারাও মাঝেমধ্যে হা-হুতাশের হাইপ তোলেন। ফলে শেষ মুহূর্তেও নাকি নির্বাচন বানচাল হয়ে যেতে পারে-এমন শঙ্কা অনেকের মধ্যে বদ্ধমূল হতে শুরু করেছে। তবে মাঠের বাস্তবতা একেবারে ৩৬০ ডিগ্রি বিপরীতে। মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত আমজনতা চায় মুক্তি, সব অপশক্তি ও দুর্বৃত্তায়নের শৃঙ্খল ভেঙে মুক্ত হতে। সেজন্য তাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। কোটি কোটি জেন-জির প্রবল শক্তিসহ তরুণ ও সাধারণ ভোটাররা যে কোনো...