বনানী থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক সোহেল রানা। আওয়ামী লীগ শাসনামলে ঘুস বাণিজ্যের পাশাপাশি দেশে পারিবারিক সিন্ডিকেটে ই-অরেঞ্জ নামে ই-কমার্স প্রতিষ্ঠান খুলে হাতিয়েছেন ১১শ কোটি টাকা। এরপর পালিয়ে ভারতে গ্রেফতার হলে সেখানকার আদালতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জামিনে বের হন। এরপর থেকে তিনি লাপাত্তা হয়ে যান। প্রায় চার বছর চলে তার ফেরারি জীবন। গত ফেব্রুয়ারিতে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় পালানোর সময় গ্রেফতার হন সোহেল রানা। এখন তিনি আলবেনিয়ার কারাগারে বন্দি। তবে এখনো প্রতারণার মাধ্যমে নিজেকে রক্ষার ফন্দি আঁটছেন। এক্ষেত্রে জুলাই আন্দোলনকে ব্যবহারের চেষ্টা করছেন। নিজেকে শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে আলবেনিয়ায় রাজনৈতিক আশ্রয়ের প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় ঢাকার কূটনৈতিকপাড়ায় পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন এবং তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নেওয়ার দাবি করছেন। তবে অনুসন্ধানে জানা যায়, সোহেল রানা দেশ ছেড়ে পালিয়েছেন...