রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৪ দিন ক্লাস-পরীক্ষাসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পুরোদমে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। থেমে নেই, রাকসু নির্বাচনের প্রার্থীরাও। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রচারে নেমেছেন তারা। অচলাবস্থার পর আবার উৎসবমুখর ক্যাম্পাস। সরেজমিন দেখা যায়, রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। যথাসময়ে বাস চলাচল করতে দেখা গেছে। রাকসু নির্বাচনের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে গিয়ে প্রচার চালাচ্ছেন। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের আমতলায় শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন ছাত্রদল সমর্থিত-ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল ইসলাম জীবন। প্রচারের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠেয় রাকসু নির্বাচনকে অংশগ্রহণমূলক করার...