মা ইলিশ সংরক্ষনে সরকারের ২২দিনের নিষেধাজ্ঞা চলাকালীন এবারই প্রথম ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর। সে অনুযায়ী প্রথম ড্রোনের মাধ্যমে মেঘনায় এক জেলের মাছ ধরার বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশালের হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-সন্ধ্যা ছয়টার দিকে ড্রোনের মাধ্যমে দেখা যায় উপজেলার মেঘনা নদীর ৭ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কারেন্ট জাল দিয়ে এক জেলে মাছ ধরছে। তাৎক্ষনিক কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ওই জেলের অবস্থান করা মেঘনার ৭ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে ওইদিন রাতে আটককৃত জেলে উপজেলার চর কুশুরিয়া গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বরকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট...