প্রকৌশলী এসএম আবু সুফিয়ান : আমরা প্রকৌশলী। আর প্রকৌশলীবিদ্যায় যেকোনো স্থানেই আমরা আমাদের মুনশিয়ানা দেখাতে পারি। এই শহরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসের বিপরীতে চট্টেশ্বরী এলাকায় ‘এপিক অঙ্গন’ কিন্তু পাহাড়ি এলাকায় গড়ে তোলা হয়েছে। পরে খুলশীর নাসিরাবাদ প্রপার্টিজের পাহাড়ের চূড়ায় একাধিক বহুতল ভবন করা হয়েছে। আর সব ভবনে পার্কিং করা হয়েছে ওপরে। মাটির নিচে কোনো পার্কিং নেই আমাদের। তাই পাহাড়ে ভবন নির্মাণে আমরা একটা দক্ষতা অর্জন করেছি। দেশ রূপান্তর : পার্সিভ্যাল হিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে। এত ওপরে ভবন সম্ভবত নগরীতে আর নেই। এপিক এই স্থানে কেন ভবন নির্মাণ করতে আগ্রহী হলো? প্রকৌশলী এসএম আবু সুফিয়ান : চকবাজারের পার্সিভ্যাল হিলের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। পাহাড়ের চূড়ায় এখানে দোতলা যে বাড়িটি ছিল, তা ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। ভবন মালিকের পক্ষ থেকে...