ওয়ান সিটি টু টাউনের আদলে কর্ণফুলীর ওপারের এলাকাটি আমাদের পরিকল্পনায় আনতে হবে। শাহ আমানত সেতু থেকে আনোয়ারার পারকি বিচ পর্যন্ত পুরো এলাকার পরিকল্পনা এখনই চূড়ান্ত করতে হবে। একই সঙ্গে ওই এলাকায় বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স বা রেজিস্ট্রেশন ফির ক্ষেত্রে শহরের তুলনায় ছাড় দিতে হবে। একই সঙ্গে অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। মানুষ যখন আর্থিকভাবে লাভবান হবে, তখন শহর থেকে দূরে হলেও ওখানে বিনিয়োগ করবে। বিশ্বের অনেক দেশেই শহর সম্প্রসারণের জন্য এমন ইনটেনসিভ দেওয়া হয়। আর এজন্যই আমরা আনোয়ারায় একটি স্যাটেলাইট সিটি ‘অনিন্দ-নগর’ গড়ে তোলার কাজ শুরু করেছি। এ ছাড়া শহরের ভেতরে নদী ও সাগরের তীরবর্তী এলাকাকে ট্যুরিজম জোন হিসেবে প্ল্যানিং...