বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হয়েছে কাল। গত চার মাস এই কমিটিতে নেতৃত্ব দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। মেয়াদের শেষ দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও নির্বাচনকে ঘিরে নানা বিষয়ে কথা বলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চার মাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক হয়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। নিজের মেয়াদকে বুলবুল তুলনা করলেন একটি স্বল্প সময়ের ম্যাচের সঙ্গে, ‘আমি তো ভেবেছিলাম একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলব। কিন্তু সেটি এখন অনেকটা দীর্ঘায়িত হচ্ছে।’ নির্বাচনকে ঘিরে সরকারি হস্তক্ষেপ ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থন পাওয়ার অভিযোগ উঠেছে। তবে বুলবুল সেসব অস্বীকার করে বলেন, ‘এখানে আমার কাছে (সরকারের) প্রভাব কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে যাওয়া দরকার। আমাকে...