প্রকৌশলী নুরুল করিম : মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার আগে তা নিয়ে যত আলোচনা-সমালোচনা হবে, তা অবশ্যই পজিটিভ। এতে সংযোজন ও বিয়োজন করার সুযোগ থাকে। একই সঙ্গে এবার আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে এই মাস্টারপ্ল্যান নিয়ে মিটিং করেছি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গেও বসেছি। সবার মতামত নিয়ে পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল নগরী গড়তে আমরা বদ্ধ পরিকর। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবন্দর ও ভূপ্রকৃতিকে ব্যবহার করে আমরা একটি টেকসই নগর গড়ে তোলতে চাই। দেশ রূপান্তর : কিন্তু প্রণীত মাস্টারপ্ল্যান অনুযায়ী বাস্তবে উন্নয়ন হয় না বলে অভিযোগ রয়েছে। এই মাস্টারপ্ল্যানেও কি আমরা তাই দেখব? প্রকৌশলী নুরুল করিম : এবারের মাস্টারপ্ল্যানে আমরা বিজ্ঞানভিত্তিক আধুনিক উপকরণ (ড্রোন ও স্যাটেলাইট সার্ভে) ব্যবহার করেছি। আর তা করতে গিয়ে প্লট টু প্লট সার্ভে করা হয়েছে। এতে ভূমির প্রতিটি ইঞ্চিকে কার্যকর ও...