ফৌজদারহাট থেকে পতেঙ্গা পর্যন্ত সাগর পাড়ের বিশাল এলাকাটি একসময় সবুজায়ন ছিল। এখন এই বিস্তীর্ণ এলাকায় ট্রাক ডিপো, কনটেইনার ডিপো কিংবা যত্রতত্র লোহা-লক্কড়ের স্থাপনা গড়ে উঠছে। কিন্তু সাগর পাড়ের বিশাল এলাকায় বিশে^র অন্যান্য শহরে যেখানে বহুতল ভবন গড়ে তোলার মাধ্যমে পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যায়। সেখানে আমরা পেছনের কাতারে। শুধু কি সাগর পাড়? পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বহুতল ভবনের অনুমোদন নেই। ফলে চট্টগ্রাম পতেঙ্গা স্টিলমিলস বাজারের সাগর পাড়ের খেজুরতলা থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো এলাকায় অসংখ্য আবাসিক স্থাপনা গড়ে উঠেছে। কিন্তু এসব আবাসিক স্থাপনার একটিও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে অনুমোদন পায়নি। এ এলাকার ভূমি কৃষি ও কমিউনিটি ফ্যাসিলিটি হিসেবে মার্ক করা আছে। সাগর পাড়ের এই এলাকাটি কি কৃষিজমির জন্য নির্ধারণ করে দেওয়া সঠিক পরিকল্পনার অংশ? নগরীর পাহাড়গুলোতে ভবন নির্মাণের অনুমোদন নেই। এই ধারা...