কলম্বোর আলো-আর্দ্র বাতাসে ইতিহাস যেন আবারও পুনরাবৃত্তি হলো—ভারতের বিপক্ষে হার মানতেই হলো পাকিস্তান নারী দলকে। ব্যাট হাতে ভারত গড়ল ২৪৭, আর বল হাতে নামল আগুন ঝরাতে। ক্রান্তি গৌদের নিখুঁত নিয়ন্ত্রণে ধসে গেল পাকিস্তানের ব্যাটিং, আর দাপুটে ৮৮ রানের জয়ে ভারতের মেয়েরা তুলে নিল বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টানা ১২তম জয় ।টস জিতে পাকিস্তান ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও শুরুটা ভালো হয়নি তাদের জন্য। ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ডায়ানা বেগের এক ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকান রাওয়াল। তবে মান্ধানা কিছুটা মন্থর ব্যাটিংয়ে ২৩ রানে বিদায় নেন ফাতিমা সানার বলে। এরপর হরলিন দেওল ও অধিনায়ক হরমনপ্রীত কৌর গড়ে তোলেন ধীর কিন্তু কার্যকর জুটি।তৃতীয় উইকেট জুটিতে আসে ৩৯ রান, কিন্তু হরমনপ্রীতের (১৯) বিদায়ের পর আবার চাপে পড়ে...