০৬ অক্টোবর ২০২৫, ০১:২৫ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০১:২৫ এএম ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভে গতকাল রোববার রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে এসব অঞ্চলে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। আবহাওয়া ঠা-া হতে থাকায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বৃদ্ধি করেছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কো বলেন, এই গতরাতে, রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে আরো এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল লভিভ, জাপোরিঝিয়া, চেরনিহিভ, ভিনিতসিয়া, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, খেরসন, খারকিভ এবং ওডেসা অঞ্চল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরুর পর থেকে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লভিভ।প্রধানমন্ত্রী ইউলিয়া জানান, লভিভে ৪ জন নিহত এবং আরো ৪ জন আহত হয়েছে। জাপোরিঝিয়ায় রুশবাহিনী আবাসিক এলাকা...