সরকারি হিসাবে দেশে ১৪১৫টি নদী থাকার কথা বলা হলেও সাম্প্রতিক এক গবেষণা বলছে, অন্তত ৮১টি নদী ইতোমধ্যে মরণাপন্ন হয়ে পড়েছে। জীবন-জীবিকা ও নৌপথের অর্থনৈতিক গুরুত্ব এবং পরিবেশ-প্রতিবেশগত কারণে নদী বাঁচানোর কথা প্রায় উঠলেও কার্যকর কোনো উদ্যোগ নেই সরকারের। নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ জুড়ে মোটাদাগে তিনটি নদী প্রণালী রয়েছে। এগুলো হল- গঙ্গা-পদ্মা, বহ্মপুত্র-যমুনা ও মেঘনা প্রণালী। এই নদীগুলো সারাদেশ জুড়ে এঁকেবেঁকে গিয়ে ৪০৫টির বেশি নদ-নদীকে অতিক্রম করে বঙ্গোপসাগরে মিশেছে। এর মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর রয়েছে অসংখ্য শাখা-উপশাখা নদী। সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, জাতীয় নদী রক্ষা কমিশন যৌথভাবে জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার ও নদী কর্মীদের নিয়ে বাংলাদেশের নদ-নদীর একটি তালিকা করেছে চলতি বছরের এপ্রিলে। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে নদ-নদী রয়েছে ১৪১৫টি। নতুন করে কোনো নদনদীর...