০৬ অক্টোবর ২০২৫, ০১:২৪ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০১:২৪ এএম রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ফের অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গত শনিবার মধ্যরাতে সেনাবাহিনী ও র্যাব-২-এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান, জেনেভা ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ে। সম্প্রতি এসব অপরাধ বেড়ে যাওয়ায় স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ায়। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। গ্রেফতারদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সামুরাই তরবারি এবং ৫ কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃতরা জানায়, তারা দিনের...