সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, ‘বিএনপির ফাঁকা মাঠে তৎপর জামায়াত। ছাত্রদল, যুবদল, মহিলা দলও হাত গুটিয়ে বসে আছে। বিএনপির কাছে এখন কোন বিষয়টা প্রাথমিক তা আমি বুঝতে পারছি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘে গিয়েছিলেন সেখানে কী ফল হলো তা স্পষ্ট হয়নি।বর্তমানে তিনি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন—জাতিসংঘের সঙ্গে এটি কি জরুরি বৈঠক নাকি দলের নির্বাচনী প্রার্থী মনোনয়ন ও কৌশল বাছাই বিষয়ক? তবে জামায়াতের কাছে এখন এই বিষয়গুলোই প্রাথমিক। তারা কৌশল নির্ধারণ করছে, প্রশিক্ষণ দিচ্ছে এবং ঘরে ঘরে যাচ্ছেন।’রবিবার (৫ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে মোস্তফা ফিরোজ এসব কথা বলেন।মোস্তফা ফিরোজ বলেন, “বিএনপি মাঠে না নেমে গুলশানে বসে বসে বৈঠক করছে।জাতিসংঘ কি বিএনপিকে চাপ দিচ্ছে নাকি ‘তোমরা মেনে নাও—আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে’ বিষয়টি স্পষ্ট নয়। এই মুহূর্তে জাতিসংঘ বা ইউরোপের...