একসঙ্গে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। ‘বিশ্ব বাসস্থান’ বা বিশ্ব বসতি দিবস উপলক্ষে ফেসবুকে এই পোস্ট দেন তারেক রহমান। এটি একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয়, যার উদ্দেশ্য হলো বিশ্বের সকল মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থানের অধিকার নিশ্চিত করা এবং দ্রুত নগরায়ণ ও এর সঙ্গে সম্পর্কিত সমস্যার প্রতি বিশ্বকে সচেতন করা। তারেক রহমান লেখেন, বাসস্থান একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবারই এমন একটি বাসস্থান প্রাপ্য যা নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত। আমাদের গ্রামাঞ্চল, শহর, নদী, বন, সবই একই আবাসস্থল এবং একসাথে আমাদের ভবিষ্যৎ গঠন করে। টেকসই উন্নয়ন ছাড়া আমাদের একটি শক্তিশালী বাসস্থান থাকতে...