নরসিংদীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমকে দেখতে হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানসহ হাসপাতালটির জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকালে নরসিংদী পৌর এলাকার আরশীনগর মোড়ে হাইকোর্টের আদেশ অমান্য করে রাস্তায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির খবর পেয়ে জেলা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম। এ সময় অভিযানিক দলটি দুজন চাঁদাবাজকে আটক করলে পরবর্তীতে তাদের ছিনিয়ে নিতে একদল সন্ত্রাসী আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে...