০৬ অক্টোবর ২০২৫, ০১:২১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০১:২১ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। তাদের জন্য এবার অনলাইন-ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করছে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের ভোট গ্রহণে প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ থাকবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে এ কার্যক্রম তদারকি করতে অবস্থান করছেন। ইতোমধ্যে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে ৫৪ হাজার বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এদের মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন ৩২ হাজার ৭০৭ জন প্রবাসী। এদের মধ্যে প্রবাসী ভোটার কার্যক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন ১৪ হাজারের মতো নাগরিক। তবে ১৬ হাজারের মতো নাগরিকের কার্ড অনুমোদন হয়েছে। গতকাল রোববার নির্বাচন...