“পার্বত্য অঞ্চল কি ভিন্ন দেশ?” এমন প্রশ্ন তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সারা দেশের জেলার জন্য যে আইন, পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে।” রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জনগণ না জানি আপনাকে শাড়ি-চুড়ি পরিয়ে দেয়! প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পার্বত্য অঞ্চলের জন্য আলাদা আইন কেন থাকবে? তাদের সঙ্গে কেনো শান্তি চুক্তি করতে হবে?” ফয়জুল করীম আরও বলেন, “সন্ত্রাসবাদ ও চাঁদাবাজদের শক্ত হাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। যারা এতদিন দেশ চালিয়েছে তারা মানুষকে শান্তি দিতে পারেনি, বৈষম্য দূর...