সন্ত্রাসীদের হামলায় নিহত হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। রবিবার বেলা ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদপুর ও ধানমন্ডি বাসীর ব্যনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব ইমদাদুল হক। মানববন্ধনে বক্তারা বলেন, আবু হানিফ গাজীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এ হত্যা কোন ভাবেই কাম্য নয়। আমরা তার হত্যার বিচার চাই পাশাপাশি তার অসহায় পরিবারের দ্বায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুশিয়ারি করেন। আবু হানিফ গাজীর মা বলেন, আমার সন্তানের হত্যার বিচার চাই আর কিছু আমি চাই না। আবু হানিফ গাজীর স্ত্রী বলেন, আমার দুটি সন্তান নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি আমার স্বামীর বিচারের দাবীতে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার দুপুরে আবু হানিফ নামের মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে...