ইসরায়েলি কারাগারে অমানবিক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন সুইডিশ পরিবেশ বিষয়ক অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ থেকে তাকে আটক করে ইসরাইল। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তবে থুনবার্গকে যেই সেলে রাখা হয়েছে সেখানে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে জানিয়েছে সুইডিশ কর্তৃপক্ষ। তাদের তরফে বলা হয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশ এবং পোকামাকড়ে জর্জরিত একটি সেলে তাকে আটকে রেখেছে ইসরায়েল। পাশাপাশি তাকে পর্যাপ্ত খাবার ও পানি দেয়া হচ্ছে না। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।এতে বলা হয়, থুনবার্গের সঙ্গে বৈঠক করা এক সুইডিশ কূটনীতিকের পাঠানো ইমেইলে জানানো হয়েছে, তিনি অভিযোগ করেছেন যে তাকে পর্যাপ্ত পানি ও খাবার দেওয়া হয়নি। এতে তিনি ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছেন। থুনবার্গ আরও জানান, বিছানায় পোকার কারণে তার শরীরে চুলকানি শুরু হয়েছে।...