যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছে দিতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের একজন সদস্য বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। তিনি মাঝে মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে নৌবহরের আপডেট জানাচ্ছেন। রোববার (৫ অক্টোবর) গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও আরও দেরি হবে জানিয়েছেন তিনি। এবার শহিদুল আলমের সহযাত্রীরাও অভিজ্ঞতা জানিয়ে দিলেন বার্তা। একজন সহযাত্রী বলেন, ‘আমাদের জাহাজের উপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে। যা বেশ অপ্রয়োজনীয়। তারা হয়তো কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছে। আমরা নিশ্চিত নই যে তারা ইসরায়েলি কি না। তবে আমাদের ধারণা, ভয় দেখাতে তারা এমন করছে।’ সুমুদের আরেক যাত্রী বলেন, ‘আমরা গাজাবাসীর জন্য ওষুধ ও বেশ কিছু স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে যাচ্ছি। যা আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন।’ সেখানে অবস্থানরত এক চিকিৎসক বলেন, ‘আমরা গাজাবাসীর প্রতি...