লা লিগায় দাপট দেখানো বার্সেলোনা এবার সেভিয়ার মাটিতে ধরাশায়ী হলো। সেভিয়ার মাঠ রামোস সানচেজ পিজুয়ানা স্টেডিয়ামে ৪-১ গোলে হেরেছে হানফি ফ্লিকের দল। লিগ মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে বার্সা। বার্সেলোনা এখন লিগ তালিকায় দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে সেভিয়া উঠে গেছে চতুর্থ স্থানে। রোববার (৬ অক্টোবর) ঘরের মাঠে বার্সা ১৩ মিনিটে প্রথম গোল হজম করে। বার্সার সাবেক স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে সেভিয়ার লিড ২-০ করে ফেলেন ইশাক রোমেরো। প্রথমার্ধের শেষ সময়ে গোল করে ব্যবধান কমান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে কাতালান শিবিরে যোগ দেওয়া মার্কোস রাশফোর্ড। বার্সা ওই গোল শোধ করতে দ্বিতীয়ার্ধের পুরো সময়জুড়ে মরিয়া হয়ে ওঠে। সুযোগও পেয়ে গিয়েছিল বার্সা। ৭৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল কাতালানরা। কিন্তু...