উথাল-পাথাল ঢেউ আর শোঁ-শোঁ শব্দে কাঁপছে তিস্তা অববাহিকা। প্রতি ঘণ্টায় তিস্তার পানি হু-হু করে বাড়ছে। রবিবার (৫ অক্টোবর) রাত ১১টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আরও ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (৫২.১৫) ৩৫ সেন্টিমিটার (৫২.৫০) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাত ১২টায় গেজ রিডার নুরুল ইসলামের ফোন বন্ধ থাকায় রাত ১২টার পানির স্তরের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। এর আগে একই পয়েন্টে রাত ১০টায় বিপৎসীমার (৫২.১৫) ৩০ সেন্টিমিটার, রাত ৯টায় ২৭ সেন্টিমিটার, রাত ৮টায় ২০ সেন্টিমিটার, এবং সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। বেলা ৩টায় পানির স্তর ছিল বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদী রুদ্ররূপ ধারণ করে। ফলে তিস্তা অববাহিকায় লাল সংকেত...