চাঁদা না দেওয়ায় রবিবার রাত ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচরে হুুজুরপাড়া এলাকায় মো: পারভেজ (৩৫) ও মো: সজল (২৫) নামে সিমেন্ট কোম্পানীর দুই কর্মচারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা। এসময় তাদের কাছে থাকা নগদ ৫০ হাজার নিয়ে ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের অবস্থা আশংকাজনক। একজনের পেটের বুড়ি বের হয়ে গেছে। অন্যজনের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। অপারেশন চলছে। কোম্পানির মালিক হাজী রহমান জানান, প্রায়শই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা হুজুর পাড়া এলাকায় সিমেন্টের জাহাজ আটকিয়ে চাঁদা দাবী করছিল। মাঝে মাঝে তারা জোর করে টাকা নিয়ে যেত কর্মচারীর কাছ থেকে। তিনি জনান, ররিবার রাত ১০টার দিকে জাহাজ থেকে সিমেন্ট লোড করছিল শ্রমিকরা। লেবার ঘাটে সিমেন্টে গাড়িতে লোড করতেছিল। এ...