অনেকেই মনে করেন, ইউটিউবে বিপুল পরিমাণ ভিউয়ারশিপ এলেই বুঝি গোল্ডেন প্লে বাটন পাওয়া যায়। তবে এই ধারণাটি সম্পূর্ণ ঠিক নয়। ইউটিউবের ক্রিয়েটর রিওয়ার্ড বা গোল্ডেন বাটন (গোল্ডেন প্লে বাটন) পাওয়ার মাপকাঠি ভিউয়ারশিপের ওপর নির্ভর করে না, বরং চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যার ওপর নির্ভর করে। এই বিশেষ সম্মাননাটি পেতে গেলে কতজন সাবস্ক্রাইবার লাগে এবং এর অন্যান্য শর্তাবলী কী—জেনে নিন বিস্তারিত। ১. গোল্ডেন বাটন পাওয়ার মূল শর্ত: সাবস্ক্রাইবার সংখ্যা ইউটিউব নির্মাতাদের কঠোর পরিশ্রম এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে এই রিওয়ার্ডটি প্রদান করে। একটি চ্যানেল যখন ১০ লাখ (১ মিলিয়ন বা ১০ লাখ) সাবস্ক্রাইবার পূর্ণ করে, তখনই চ্যানেলটি গোল্ডেন বাটনের জন্য যোগ্য বিবেচিত হয়। এটি একটি জমকালো ফলক, যার ওপর চ্যানেলের নাম খোদাই করা থাকে। মনে রাখা জরুরি যে, শুধুমাত্র ১০ লাাখ সাবস্ক্রাইবারে পৌঁছালেই আপনি...