দেশে ফের আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে ব্যাকটেরিয়া জনিত রোগ অ্যানথ্রাক্স। সম্প্রতি, রংপুর, গাইবান্ধা ও মেহেরপুর জেলায় গবাদিপশুর শরীর থেকে সংক্রমিত হয়ে রোগ ছড়িয়ে পড়ছে মানুষের শরীরেও। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এসব জেলায় ইতোমধ্যে শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, এটি ছোঁয়াচে নয়, তাই ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সচেতনতা জরুরি। সচেতনতার লক্ষ্যে আমরা সর্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। উঠানে উঠানে বৈঠক করার নির্দেশনা দিয়েছি।বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স একটি প্রতিরোধযোগ্য রোগ, তবে সচেতনতার অভাবে সঠিক সময়ে টিকা না দেওয়া এবং গরুর হঠাৎ মৃত্যুর পর তার মাংস বিক্রি বা খাওয়ার প্রবণতাই সংক্রমণ ছড়ানোর মূল কারণ। মানুষ থেকে মানুষে অ্যানথ্রাক্স ছড়ায় না, কিন্তু মানুষের শরীর এবং পোশাক এই জীবাণু বহন করতে পারে। তাই শরীর থেকে...