এপার-ওপার দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড থেকে টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি বলিউডেও পা রেখেছেন। কাজ হোক বা ব্যক্তিগত জীবন, সবটা নিয়েই অভিনেত্রী থাকেন চর্চায়। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই আলোকিত তারকাই হয়ে উঠলেন বিতর্কের মধ্যমনি। তাকে ঘিরে তুমুল বিক্ষোভের ঝড় ওঠে ওপার বাংলায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে অতিথি করায় বিক্ষোভ করে বিজেপি। গতকাল রবিবার পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। যদিও বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। এ অভিনেত্রী দুর্গাপুর ছাড়ার পর বিক্ষোভ-মানববন্ধন শুরু করে দলটি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুর্গাপুর কার্নিভ্যাল চতুর্থ বর্ষে জাঁকজমকপূর্ণভাবেই চলছিল। দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত হন এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ মঞ্চে রবীন্দ্র সংগীত গাওয়ার পাশাপাশি, দর্শকদের সামনে নানা কথা...