বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের তিব্বতীয় ঢালে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার পর্বতারোহী ও পর্যটক আটকে পড়েছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল তুষারপাতের পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তুষারঝড়ে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার ক্যাম্প সাইটগুলো পুরোপুরি বরফে ঢেকে গেছে, ফলে পর্যটক ও অভিযাত্রীরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন। শত শত স্থানীয় গ্রামবাসী বরফ সরিয়ে পথ পরিষ্কার করার কাজ করছেন, পাশাপাশি উদ্ধারকারী দলও সেখানে মোতায়েন করা হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিছু সংখ্যক পর্যটককে ইতোমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো অনেকেই তীব্র ঠান্ডা ও খাদ্য সংকটে ভুগছেন। তিব্বতের ব্লু স্কাই রেসকিউ টিম জানায়, তারা একটি জরুরি সাহায্যের আবেদন পেয়েছে, যেখানে বলা হয়েছে—প্রবল তুষারপাতের জেরে অনেক...