চট্টগ্রাম শহরের মাস্টারপ্ল্যান নিয়ে ভেটিং (সঠিকভাবে হয়েছে কি না যাচাই করা) করবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও পরিকল্পনা বিভাগ। মাস্টারপ্ল্যান নিয়ে কথা হয় স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ও ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. রাশিদুল হাসানের সঙ্গে। দেশ রূপান্তর : চট্টগ্রামের নতুন মাস্টারপ্ল্যানটি আপনারা (চুয়েট) ভেটিং করতে গিয়ে কী কী দেখবেন? প্রফেসর ড. রাশিদুল হাসান : আমরা মূলত দেখব মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে গিয়ে পরামর্শক প্রতিষ্ঠানটি যে রিপোর্টগুলো জমা দেবে, সেগুলোর সঠিকতা। একই সঙ্গে এই রিপোর্ট তৈরি করতে তারা যেসব সার্ভে করেছে, সেসব সার্ভের উপাত্তগুলো ক্রসচেক করা। সার্ভেতে আমরা দেখেছি পরামর্শক প্রতিষ্ঠান ড্রোন সার্ভে, স্যাটেলাইট সার্ভে, আর্থসামাজিক সার্ভেসহ অনেক ধরনের সার্ভে করেছে। আমরা সেগুলোর যাচাই করে দেখব। দেশ রূপান্তর : চট্টগ্রাম শহরে আগেও মাস্টারপ্ল্যান হয়েছে।...