ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ট্রমা সার্জারিতে প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (USC) থেকে মানব মৃতদেহ কেনার চুক্তি করেছে। লস অ্যাঞ্জেলেস জেনারেল মেডিকেল সেন্টারে এই মৃতদেহ ব্যবহার করে ইসরায়েলি সেনাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের শেষ দিকে মার্কিন নৌবাহিনী ইউএসসিকে মৃতদেহ সরবরাহের জন্য একটি নোটিশ পাঠায়। এরপর থেকেই নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়টিকে অর্থ প্রদান করে আসছে তারা। এখন পর্যন্ত প্রায় ৮ লাখ ৬০ হাজার ডলার ব্যয়ে কমপক্ষে ৮৯টি তাজা মৃতদেহ সংগ্রহ করেছে নৌবাহিনী। এর মধ্যে ৩২টি মৃতদেহ সরাসরি আইডিএফ সদস্যদের ট্রমা সার্জারি প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে বলে জানা যায়। এছাড়া নতুন একটি চুক্তির আওতায় আরও ২ লাখ ২৫ হাজার ডলার মূল্যের মৃতদেহ কেনার পরিকল্পনাও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সব কিছুই আইন...