ঢাকা:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন সরগরম। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, অভ্যুত্থান এবং ক্ষমতার পালাবদলের পর দেশ এখন নির্বাচনমুখী।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। দেশের ভেতরে ও বাইরে নানা জল্পনা ও ষড়যন্ত্রের গুজব থাকলেও, নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে পুরোদমে। নির্বাচনী মাঠে এখন প্রায় সব রাজনৈতিক দলই প্রস্তুত। যদিও জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়ে বড় দলগুলোর মধ্যে তীব্র মতভেদ রয়েছে, তবুও নির্বাচনী প্রস্তুতিতে কোনো শিথিলতা দেখা যাচ্ছে না। পিআর পদ্ধতির দাবিতে রাজপথে আন্দোলনের কথাও বলছে কয়েকটি দল। ইতোমধ্যেই জামায়াতে ইসলামী নির্বাচনী আসনগুলোতে প্রার্থিতা বাছাইয়ের কাজ প্রায় শেষ করেছে। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে প্রত্যাশিত ফলাফল পাওয়ার পর দলটির আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেড়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও...