ভারত-পাকিস্তানের মধ্যে এখন এমনিতেই শক্তির বিস্তর পার্থক্য। আর ক্রিকেটে ম্যাচটা যদি হয় যে কোনো ফরম্যাটের যে কোনো বিশ্বকাপ, তাতেও সমস্যা নেই। ফল একটাই। ভারতের কাছে পাকিস্তানের হার। এ যেন নিয়তি। যার অমোঘ বিধান খণ্ডানোর সাধ্য নেই পাকিস্তানি ক্রিকেটারদের। সেটা হোক পুরুষ ক্রিকেট কিংবা নারী ক্রিকেট। এবার নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েও যথারীতি হার দেখলো পাকিস্তান। কলম্বোয় পাকিস্তানকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মার দুর্ধর্ষ বোলিংয়ে ১৫৯ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ৮৮ রানের এই এই জয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের অপরাজিত থাকার ধারা অব্যাহতই রইলো- এখন পর্যন্ত ১২ ওয়ানডের ১২টিতেই জয় ভারতের। ভারতের ইনিংসের শুরুটা ছিল মন্থর। মেঘলা আবহাওয়ায় টস...