গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটকের পর ইসরায়েলি সেনারা মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ করেছেন ইতালির দুই সাংবাদিক। খবর আল জাজিজার।ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি জানিয়েছেন, আটক হওয়ার পর ফ্লোটিলার কর্মীদের সঙ্গে ‘বানরের মতো’ আচরণ করেছে ইসরায়েলি সেনারা। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না এবং বন্দিদের এক ধরনের মানবচরিত্রহীন অবস্থায় রাখা হয়েছে।ফ্লোটিলায় থাকা ৪২টি নৌকা থেকে অন্তত ৪৫০ জন কর্মীকে আটক করে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে অধিকাংশই এখনো ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে।আরেক ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ড’আগোস্তিনো বলেন, ইসরায়েলি কারাগারে দু’দিন থাকার সময় তাদের ঘুম থেকে বারবার জাগানো হয়, ভয় দেখানো হয় কুকুর দিয়ে এবং সেনাদের বন্দুকের লেজার পয়েন্টার তাদের শরীরে তাক করে রাখে যেন ভয় পায়।ড’আগোস্তিনো অভিযোগ করেন, তার ব্যক্তিগত জিনিসপত্র ও অর্থও ইসরায়েলিরা চুরি...