বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সেগুলোর বিষয়ে দুদফায় তথ্য-উপাত্ত চাওয়া হলেও নির্ধারিত সময়ে সেগুলো মেলেনি। সবশেষ দফায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো দুদকের চিঠিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ১৯ জন কর্মকর্তা এবং রিজার্ভ চুরির ঘটনা খতিয়ে দেখার সঙ্গে সংশ্লিষ্ট দুই বিদেশি পরামর্শকের বিষয়েও তথ্য চাওয়া হয়। দুদকের কর্মকর্তারা বলছেন, আতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান এবং রিজার্ভ চুরি সংশ্লিষ্ট নতুন আরেকটি অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের অংশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংককে দুদক ওই চিঠি দিয়েছিল। এতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছিল। তবে এখন পর্যন্ত দুদক সব তথ্য পায়নি। রোববার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দ্বিতীয় দফায় ওই চিঠি পাঠানোর তথ্য...