০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম গতপরশু রাতে ফুটবল কিংবদন্তি পাট্রিক ক্লাইভার্ট ইনস্টাগ্রামে ছোট্ট করে লিখেছেন ‘গর্বিত বাবা’। ডাচ গ্রেটের এই উচ্ছ্বাস তার ছেলেদের নিয়ে। পরপর তিন দিন ভিন্ন ক্লাবের হয়ে গোল করেছেন যে তার তিন ছেলে! চমকপ্রদ এই হ্যাটট্রিক যাত্রার শুরুটা পাট্রিক ক্লাইভার্টের ছোট ছেলেকে দিয়ে। উয়েফা যুব লিগে গত বুধবার বার্সেলোনার হয়ে বক্সের বাইরে থেকে শটে গোল করেন ১৮ বছর বয়সী উইঙ্গার শেন। পিএসজির বিপক্ষে ম্যাচটি ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জেতে বার্সেলোনা। পরদিন ২৪ বছর বয়সী ডিফেন্ডার রুবেন হেডে গোল করেন ইউরোপা লিগের ম্যাচে। রেড বুল সালসবুর্গের বিপক্ষে ম্যাচটি রুবেনের দল অলিম্পিক লিওঁ জেতে ২-০ গোলে। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের দেখা পান পাট্রিক ক্লাইভার্টের আরেক ছেলে জাস্টিন ক্লাইভার্ট। ফুলহ্যামের বিপক্ষে বোর্নমাউথের...