০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম শয়তানের নিশ্বাস ব্যবহার করে যশোরের অভয়নগরে এক নারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা মূল্যের আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েয়ে আরো দুই নারী। গতকাল রোববার সকালে উপজেলার নওয়াপাড়ার শাহীবাগ মোড়ের পশু হাসপাতাল সড়কে এই ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে নওয়াপাড়া পালপাড়ার বাসিন্দা মৃত সাধু রঞ্জন মল্লিকের স্ত্রী সুষমা মল্লিক (৬০) পশু হাসপাতাল সড়কে রান্নার গ্যাস কিনতে যান। পথিমধ্যে অপরিচিত দুই নারী তার নাকে কিছু একটা (যা বলা হয় শয়তানের নিশ্বাস) ছিটিয়ে দেয়। এরপর তাকে একটি গলির মধ্যে নিয়ে তার ব্যবহৃত এক ভরি ওজনের স্বর্ণের চুড়ি, এক ভরি ওজনের চেইন ও আধা ভরি ওজনের কানের দুল লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। বিষয়টি...