০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত একদিনে সারাদেশে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মারা গেলেন ২১২ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪২। এটিও চলতি বছরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের ৭ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। বাকি দুজনের একজন উত্তর সিটি করপোরেশনের এবং আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। আরও বলা হয়েছে, সারাদেশে নতুন...