০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শাড়ি-চুড়ি পরিয়ে দিবে বাংলাদেশের জনগণ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল রোববার সন্ধ্যায় নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা করেছেন জনগণ না জানি আপনাকে শাড়ি-চুড়ি পড়িয়ে দেয়। কেননা প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের সাথে কেন শান্তি চুক্তি করতে হবে? এটি কি ভিন্ন দেশ এমন প্রশ্ন রেখে সারাদেশের জেলার জন্য যে আইন, পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। ফয়জুল করীম বলেন, সন্ত্রাসবাদ-চাঁদাবাজদের শক্ত...