০৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের এক মহিলা একটি নবজাতক শিশুকে কোলে ধরে একটি ভিডিও গেম টুর্নামেন্ট জিতেছেন। পাঁচ দিন আগে সি-সেকশনের মাধ্যমে তার মেয়ের জন্ম হওয়া মহিলা জিতেছেন। লেজিওন নামে পরিচিত এ মহিলা গেমার গত সপ্তাহে ফ্লোরিডার অরল্যান্ডোতে জুসি গেম নাইট আয়োজিত মর্টাল কম্ব্যাট এক্সএল টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। নবজাতক সিরিজাকে কোলে নিয়ে এ মহিলা তার স্বামীসহ তিনজন খেলোয়াড়কে পরাজিত করেন। তিনি বলেন, ২২ সেপ্টেম্বর সি-সেকশনের মাধ্যমে তিনি তার সন্তানের জন্ম দিয়েছেন। জয়ে আনন্দিত ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় মজা করে বলেন যে, তার জয় তার নবজাতক কন্যা খেলার মাঝখানে তাকে প্রশিক্ষণ দেওয়ার কারণেই। সূত্র : জে এন। সংখ্যালঘু ভোট টানতে হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে জামায়াত -মাওলানা হাসানাত আমিনী বিএডিসি কৃষিবিদ সমিতির...