০৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ এএম মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাঁচ দিন পর গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বন বিভাগ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “পার্কিং বন্ধ থাকায় পর্যটকদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।” এর আগে বিভিন্ন গণমাধ্যমে গাড়ি পার্কিং নিষিদ্ধ করায় পর্যটকদের দুর্ভোগের সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে কোন ধরনের পূর্ব নির্দেশনা ছাড়াই হঠাৎ গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয় বন বিভাগ। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা। সংখ্যালঘু ভোট টানতে হিন্দুতোষণের প্রতিযোগিতায় নেমেছে জামায়াত -মাওলানা হাসানাত আমিনী বিএডিসি কৃষিবিদ সমিতির নির্বাচনে সভাপতি হুমায়ুন, সম্পাদক...