মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে। খবর এএফপির। স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সিবিএস নিউজের টক শো ‘ফেস দ্য নেশন’-এ রুবিও বলেন, আমি মনে করি ইসরায়েলিসহ সবাই স্বীকার করে হামলার মাঝখানে জিম্মিদের মুক্তি দেওয়া যাবে না, তাই হামলা বন্ধ করতে হবে। রোববার প্রকাশিত সিএনএন প্রতিবেদকের সঙ্গে এক বার্তা বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয়— ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে একমত কিনা, তখন ট্রাম্প ‘হ্যাঁ’ বলে উত্তর দেন। এই কূটনৈতিক পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল ও হামাসের আলোচকরা মিশরের রিসোর্ট শহর শার্ম এল-শেখে আলোচনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় জিম্মিদের কয়েক দিনের মধ্যে...