গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার হিফজ বিভাগের আট বছরের এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল রবিবার পৌর শহরের কেওয়া নতুন বাজার এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে শ্রীপুর থানার পুলিশ। গত শনিবার দুপুরে কেওয়া নতুন বাজার কাশফুল উলুম মেহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশু নির্যাতনের ওই ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনকে (২২) ধরে মারধর করে পুলিশে দেয়। ওই শিক্ষকের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধনতা গ্রামে। তিনি উপজেলার কেওয়া নতুন বাজার কাশফুল উলুম মেহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হিফজ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে মাদ্রাসায় খবর রটে ওই শিক্ষক এক ছাত্রকে গোসলখানায় নিয়ে কৌশলে নির্যাতন করেছেন। পরে মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে আটক করে...